ফ্রান্সে গুগল-ফেসবুকে কর

১১ জুলাই, ২০১৯ ১৩:২৮  
যুক্তরাষ্ট্রের প্রযুক্তি প্রতিষ্ঠান গুগল এবং ফেসবুকের উপর ৩ শতাংশ কর আরোপের পরিকল্পনা করছে ফ্রান্স। বৃহস্পতিবার ফরাসি পার্লামেন্ট নতুন কর অনুমোদন দেয়ার মুহূর্কে ফ্রান্সের পরিকল্পিত কর আরোপের বিষয়টি তদন্তের আদেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি বলেন, অন্যায়ভাবে ‘ডিজিটাল পরিষেবায়’ কর আরোপের বিষয়ে যুক্তরাষ্ট্র অত্যন্ত উদ্বিগ্ন। তার বাণিজ্য প্রতিনিধি জানিয়েছেন, এ কারারোপ প্রস্তাবে মার্কিন যুক্তরাষ্ট্র "অত্যন্ত উদ্বিগ্ন"। "ভুলভাবে আমেরিকান কোম্পানি লক্ষ্য করে" এই কর আরোপ করা হচ্ছে বলেও দাবি করছেন বণিজ্য প্রতিনিধি রবার্ট লিথিজার। ফ্রান্স অবশ্য বলছে, সাম্প্রতিক সময়ে গুগল, ফেসবুক বৈশ্বিক কর ফাঁকি দিতে বাহানা করছে। এই কারণেই দেশটি প্রতিষ্ঠানগুলোর ওপর সুনির্দিষ্ট কর আরোপ করেছে। দেশটিতে কোনো ডিজিটাল কোম্পানি যদি ৭৫০ লাখ ইউরোর বেশি আয় করে এবং যার মধ্যে অন্তত ২৫ লাখ ইউরো ফ্রান্সে উৎপন্ন হয় তবে তাদেররকে কর দিতে হবে। ধারণা করা হচ্ছে, এই কারারোপের ফলে এ বছর দেশটির আয় বাড়বে ৪৫০ লাখ ডলার।